ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

আমেরিকায় বাপ্পী-অপুর শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র প্রিমিয়ার  

বিনোদন প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২২

আমেরিকায় বাপ্পী-অপুর শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র প্রিমিয়ার   

ছবি-সংগৃহীত

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে বাংলাদেশে ১১ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দর্শকপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২। তার একদিন পরেই ১২ ফেব্রুয়ারি উৎসব কুরিয়ার প্রেজেন্টস শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ইউইয়র্কের বোম্বে থিয়েটারে স্থানীয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রিমিয়ার হতে যাচ্ছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ চলচ্চিত্রটি করোনার কারণে দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে। 

সিনেমার মুক্তি উপলক্ষ্যে প্রযোজন প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- আমাদের প্রতিটি চলচ্চিত্রই আমরা বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক ভাবেও রিলিজ করে থাকি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ও আমরা প্রথমে আমেরিকায় প্রিমিয়ার করতে যাচ্ছি। তারপর পর্যায়ক্রমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে শো করবো। আশা করছি দর্শকরা ভালো উপভোগ করবেন।  

তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। 

সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

বঙ্গবাণীডটকম/এমএস

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত